Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

উন্নয়ন ও সমবায় বিভাগাধীন সমবায় অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিসের অধীনে ঈশ্বরদী উপজেলায়  নিবন্ধিত মোট সমবায় সমিতির সংখ্যা কেন্দ্রীয় সহ ২৮৪ টি। নিবন্ধিত এসব সমবায় সমিতিতে প্রায় ২৪৯৯৮  জন সদস্য রয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের পরিসংখ্যান অনুযায়ী নিবন্ধিত এসব সমবায় সমিতির শেয়ার মূলধন ১৯৫.১৬লক্ষ টাকা, সঞ্চয়  ১৫৬৩.৯৩১ লক্ষ টাকা ও কার্যকরী মূলধনের পরিমাণ ২৯১৮.৯৬৬ লক্ষ  টাকা। নিবন্ধিত এসব সমবায় সমিতি থেকে ২০১৮-১৯ অর্থ বছরে অডিট ফি বাবদ  ৭৫.৫৫০ লক্ষ  টাকা রাজস্ব আদায় করা হয়েছে। পাশাপাশি সমবায়ীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থায়নের লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিলে ২৫.২২৯ লক্ষ টাকা আদায় করা হয়েছে। বিগত অর্থ বছরে এ উপজেলা হতে ১০০ জন সবমায়ীকে ভ্রাম্যমাণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে সমবায়ীরা আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হয়েছে এবং সফলতা বৃদ্ধি পাচ্ছে। সমবায় প্রশিক্ষন ইনষ্টিটিউটে ৪০ জন সমবায়ীকে প্রশিক্ষন দেয়া হয়েছে।

এক নজরে উপজেলা অফিস

নাম বাংলা উপজেলা সমবায় অফিস
  ইংরেজি Co-Operative Office
  সংক্ষিপ্ত UCO
  অফিস প্রধানের পদবী উপজেলা সমবায় কর্মকর্তা
  জনবল ০৫ জন